শাহরিয়ার মোস্তফা কিঞ্জল
সারাদেশে সংগঠিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নতুন কর্মসূচির বিরুদ্ধে পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদারের নেতৃত্বে বিএনপি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর সিও অফিস চত্বরে গিয়ে পথ সবার মাধ্যমে শেষ হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ বাহাদুর, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শাহিন, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন ধরানি, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মিজান ফকিরসহ আরও অনেকে।
সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁরা বলেন, এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।
বিক্ষোভ মিছিল ও পথসভার মাধ্যমে পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আওয়ামী স্বৈরাচারী নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন এবং ভবিষ্যতে আরও জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দেন।