পিরোজপুর প্রতিনিধি :
০৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৫ পিরোজপুর গণপূর্ত বিভাগ চত্বরে ২ দিনব্যাপী এস এ ই কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দশ দলের এই টুর্নামেন্ট প্রত্যেকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইউসুফ আলী ও আবুল এহসানের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উক্ত টুর্নামেন্টে রানার্সআপ হয় রাইসুল ইসলাম ও সোহেল,উক্ত টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে রাকিব ও ইমনের দল।
উক্ত টুর্নামেন্টে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আবুল এহসান,উক্ত টুর্নামেন্টে উদীয়মান প্লেয়ার নির্বাচিত হন নবীন।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান সবুজ,এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ পিরোজপুর উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ ফাহিম আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) মোঃ রাকিব হোসেন, গণপূর্ত বিভাগ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী মোঃনুরুজ্জামান বিশ্বাস,উপ-সহকারী প্রকৌশলী অনিরুদ্ধ মন্ডল,উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী,উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাইসুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী পাপন কর্মকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য খায়রুজ্জামান সবুজ বলেন,বর্তমান যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা এ ধরনের আয়োজন সব সময় করে আসছি, আগামী দিনেও আমাদের এ ধরনের টুর্নামেন্টসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।