পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মহাসিন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাউন ক্লাব সড়কে সর্বস্তরের ছাত্র ও শ্রমিক জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাক মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা, যার মধ্যে ছিলেন জাকির শেখ, ফারুক হোসেন, সুজন মোল্লাসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বন বিভাগের কর্মীরা রাতে গাছ বোঝাই ট্রাক আটকে চালকদের হয়রানি করেন এবং অনৈতিক প্রস্তাব দেন। প্রতিটি ট্রাকের জন্য ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং কখনো কখনো তাদের অফিসের ভেতরে আটক রাখা হয়।
অন্যদিকে, রেঞ্জ কর্মকর্তা মো. মহাসিন হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পিরোজপুরে আসার আগে ট্রাক চালকরা বিভিন্নভাবে অফিস ম্যানেজ করে ট্রাক চালাত। তার অফিসের এক আউটসোর্সিং কর্মী, রনি, এ কাজে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তিনি। ট্রাক মালিক ও চালকরা তাকে অনৈতিক সমঝোতার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এরই জের ধরে তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply