এম এ নকিব নাছরুল্লাহ, পিরোজপুর:-
ঐতিহ্য সাফল্য ও ইসলামিক মূল ধারাকে সামনে রেখে প্রতিষ্ঠা লগ্ন থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এলাকাবাসী জনসাধারণের দাবির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটি, ১৯৬৫ সালে প্রতিষ্ঠাতা আব্দুল হক এর হাত ধরে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এ মাদ্রাসাটি,
প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি, মাদ্রাসাটিতে শিক্ষা গ্রহণ করে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে যা মাদ্রাসার গৌরব ও ঐতিহ্যকে ধারণ করে।
প্রতিবছরের ন্যায় এ বছরও ২০২৫ সালের নতুন বছরের পাঠ্যপুস্তক উপজেলা শিক্ষা অফিস থেকে গ্রহণ করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল হক , এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফারজানা বন্নী ও সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply