সাদী মোঃ হিমেল, পিরোজপুর:-
ভালো মানের ফুটবলার তৈরি এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জামান ইসলাম (নয়ন) প্রতিষ্ঠা করেন জুনিয়র ফুটবল একাডেমি। মাত্র তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই একাডেমি কিছুদিন পর নানা প্রতিকূলতার কারণে বন্ধ হয়ে গেলেও ২০২৪ সালের জুলাই-আগস্টে বিপ্লবের পর নতুন উদ্যমে আবার চালু হয়।
বর্তমানে একাডেমিটিতে ৩৫ জন স্কুলপড়ুয়া শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে, যাদের স্বপ্ন একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলা। শুধু ভালো ফুটবলার নয়, তাদের সঠিক দিকনির্দেশনা দিতে ও মোবাইল আসক্তি ও বাজে আড্ডা থেকে দূরে রাখতে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে।
একাডেমির প্রতিষ্ঠাতা জামান ইসলাম (নয়ন)-এর সঙ্গে তার বন্ধু তারেক খান, স্বাধীন, অনিক গাজী, ইমরান, সাকিব, এলিন রিয়ান ও মাহিন একাডেমির পরিচালনার দায়িত্ব পালন করছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একাডেমিটি তরুণদের ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দিচ্ছে।
প্রতিদিন বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একাডেমির কার্যক্রম পরিচালিত হয়। এখানে শিক্ষার্থীদের ফুটবলের মৌলিক কৌশল, ফিটনেস উন্নয়ন ও পেশাদার খেলোয়াড় হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
একাডেমির উদ্যোক্তারা বিশ্বাস করেন, সঠিক প্রশিক্ষণ ও পরিশ্রমের মাধ্যমে এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবল তারকারা।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply