সাদী মোঃ হিমেল
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি (রোববার) প্রথমবারের মতো আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিযোগিতাটি উপভোগ করেন এবং আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
রাত ১০টায় অনুষ্ঠিত ফাইনালে গণিত বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পরিসংখ্যান বিভাগ। খেলা শেষে মাননীয় উপাচার্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, "সুস্থ দেহ ও মন বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন একে অপরের প্রতি সৌহার্দ্য ও সহমর্মিতা বাড়ায়।" তিনি অংশগ্রহণকারী দলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।