পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) সহযোগিতায় “ সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সভার আয়োজন করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় পিরোজপুর এপেক্স ক্লাব, উকিলপাড়া সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান মৃণাল কান্তি শিকদার এর সভাপতিত্বে – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – তেজদাসকাঠী কলেজ, পিরোজপুর, অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি (অবঃ),
শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ও নাজিরপুর উপজেলা সভাপতি,
নিহার রঞ্জন মজুমদার,
এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, অডিট বিভাগ কালব,
শদ্রক তালুকদার প্রমূখ,
সভায় পিরোজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply