মো: মুন্না শেখ, প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাট -পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজারে আউয়াল মার্কেটের সামনে ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাত সাতটার দিকে নাহিদ পারভেজ( ২৫)নামে এক যুবক মোটরসাইকেল এক্সিডেন্টে ঘটনাস্থলেই মারা যান। নিহত যুবকের গ্রামের বাড়ি খুলনা, পাইকগাছা, গদাইপুরে।প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি পিরোজপুরের দিক থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিলো এখানে আমাদের চোখের সামনে একটি কাভারভ্যান ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোর লাইট চোখে পড়ায় ছেলেটি মুহূর্তে ট্রাকের নিচে চলে যায়। ট্রাকের চাকা ছেলেটির বুকের পর দিয়ে যাওয়ায় ঘটনাস্থলে এই ছেলেটি মারা যায়।ছেলেটির মোটরসাইকেল এর নাম্বার সাতক্ষীরা -ল- ১২-৫৪ ৮৫। স্থানীয় লোকজন ছেলেটির পকেটে জাতীয় পরিচয় পত্র পাওয়ায় ছেলেটির পরিচয় নিশ্চিত হতে পেরে হাইওয়ে পুলিশ এবং ছেলেটির বাড়ির দিকে খবর দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ এসে লাশের মায়া তদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানা যায়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply