মোঃ রিয়াজুল ইসলাম সেখ, মোড়েলগঞ্জ:-
বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর বর্শিবাওয়া ভেদের হাট সরকারি ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান যে, ব্রিজের কাজ দীর্ঘ সময় ধরে চলমান রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী ব্রিজে যে সকল রোড ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেই রড ব্যবহার না করে নিম্নমানের রড ব্যবহার করে আরছে, তারি সাথে খুবই নিম্নমানের বালু,খোয়া ,ইট ব্যবহার করছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, ব্রিজটিতে জে হাতল বানানো হয়েছে তা জনসাধারণের হালকা স্পর্শে ভেঙ্গে পড়ে, ইঞ্জিনিয়ারের নকশা পরিবর্তন করে অতিরিক্ত উঁচু ব্রীজটি নির্মাণ করার কারণে গাড়ি চলাচলে বেহাল দশা, যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ, ইতিপূর্বে টিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালি নির্মাণের কারণে কয়েকটি দুর্ঘটনা ঘটে।
ব্রীজটিতে নির্ধারিত রড ব্যবহার না করে গোপনে বিক্রি করার সত্যতা পাওয়া গেছে, ইতিপূর্বে এলাকাবাসী ব্রিজের ব্যবহারিত কিছু রোড পাশের মসজিদের নালা থেকে উত্তোলন করে, কাজ চলাকালীন একদিন ও এলাকাবাসী দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কে কাজ পরিদর্শনে আসতে দেখেননি, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রতিবেদক ঘটনাস্থান পরিদর্শন করেন ও সত্যতা যাচাই করে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কে ফোন দিলে প্রতিবেদক ইঞ্জিনিয়ার এর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply