পিরোজপুর প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত কাল শনিবার এই ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয় শহরের বিভিন্ন স্থানে মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক বাদল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। লিফলেটে বিএনপি রাষ্ট্র ¶মতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুর¶া দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply