এম এ নকিব নাছরুল্লাহ.পিরোজপুর:-
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে পিরোজপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে পিরোজপুর শহরের কলেজ রোডে চাইনিজ প্যালেসে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব:) মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সার্জেন্ট (অব:) মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন (অব:) সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ক্যাপ্টেন মোঃ নাছির, ওয়ারেন্ট অফিসার আঃ রব, যুগ্ম-সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অবঃ) সৈয়দ আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ সার্জেন্ট (অবঃ) মোঃ মামুন খান,এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কাউখালি, ভান্ডারিয়া, নাজিরপুর, জিয়ানগর, নেছারাবাদ মঠবাড়িয়া উপজেলা শাখার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সার্জেন্ট (অব:) মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্য বলেন,আগের যেকোনো সময়ের তুলনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুরে সংগঠনের সদস্যদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ হাবিবুর রহমান সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা একই পরিবার, আপনাদের সুখ-দুঃখের কথা আমাদের কাছে শেয়ার করবেন আমরা আমাদের সাধ্যমত সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ
এবং সরকারের যে কোনো প্রয়োজনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাজ করে যাবে মানুষের কল্যাণে মানবিক যে কোন কাজ ।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply