সাদী মোঃ হিমেল :
অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট ডেভেলপমেন্ট পিরোজপুরের আয়োজনে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) পিরোজপুরের চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পরিধি বাড়ানো এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট ডেভেলপমেন্ট পিরোজপুর নতুন সংগঠন হওয়া সত্বেও তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কাজ যেমন রক্তদান কর্মসূচি, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন কার্যক্রম এবং সমাজসেবামূলক নানা উদ্যোগ পরিচালনা করে আসছে।
ইফতার শেষে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply