সাদী মোঃ হিমেল
বাগেরহাটের চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় পিরোজপুর জেলা জিয়া মঞ্চের আয়োজনে বিএনপি পার্টি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং টাউন ক্লাবের সামনে এসে পথসভায় পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আরিফুর রহমান রুবেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আঃ রহিম শেখ। এ সময় জেলা জিয়া মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নিজাম কাজী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, যদি দ্রুত বিচার না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply