এম এ নকিব নাছরুল্লাহ, পিরোজপুর:-
নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হয়রানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুর জেলার কদমতলায় শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রিজের ওপর মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের প্ল্যাকার্ড ও কণ্ঠে শোনা যায়—
“তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া।”
“We want justice, no more rapist.”
“একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর।”
“আমার বোনের কান্না, আর না আর না।”
“আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই।”
“ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, দিতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী অংকিতা বিশ্বাস, দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাছির, শিক্ষক জাকির হোসেন, শেখ ইমন আহমেদ, ফাইজুল ইসলাম, রিয়া মিত্রা প্রমুখ।
বক্তারা বলেন, “নারীদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। শিশু থেকে গৃহবধূ—কেউই এখন নিরাপদ নয়। আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে নারীরা প্রতিনিয়ত ভয় আর শঙ্কার মধ্যে থাকবে।”
তারা দ্রুত বিচার আইনের আওতায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান এবং এক সপ্তাহের মধ্যে ধর্ষকদের শাস্তি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শিক্ষার্থীরা।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply