পিরোজপুর প্রতিনিধি :
২৭ মার্চ বৃহস্পতিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল পিরোজপুর জেলা শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বু-স্বাস্থ্য কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান আশার সভাপতিত্ত্বে -
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান,জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন,পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন সহ ছাত্রদল,যুবদল,শ্রমিকদল,মহিলাদলের বিভিন্ন নেতৃবৃন্দ।