এম এ নকিব নাছরুল্লাহ, পিরোজপুর:-
‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা মো. গাউস মিয়া, মঠবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক রাজু আহমেদ, শিক্ষক আ. কুদ্দুস খান প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক ও ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply