খাদিজা সেখ, পিরোজপুর সদর:-
মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সারা দেশের মতো পিরোজপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ও পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply