পিরোজপুর প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে ভোক্তারা যেন ন্যায্য মূল্যে পণ্য পায়, তা নিশ্চিত করতে পিরোজপুর জেলায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) তৃতীয় রমজানে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একাধিক ম্যাজিস্ট্রেট টিম পিরোজপুর সদর ও হুলারহাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং ভোক্তা অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষভাবে ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়, যেখানে অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা না থাকার কারণে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে অভিযানে ছাত্র প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত হোসেন বলেন, "বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার প্রতিটি বাজার নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এমন মনিটরিং কার্যক্রমে পিরোজপুরের সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করেন, প্রশাসনের এ ধরনের উদ্যোগে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে থাকবে।