পিরোজপুর প্রতিনিধি:-
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) পিরোজপুরের নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, আখতারুজ্জামান শেখ রাহাদ, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সহ পিরোজপুর জেলা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পিরোজপুরে কর্মরত সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন,
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল মান্নান।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply