সাদী মোঃ হিমেল,
পিরোজপুরের কাউখালী উপজেলায় সাধারণ মুসলিম ছাত্র-জনতার উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর বোমা হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে মিছিলটি বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে কাউখালী সদরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে উত্তর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল জুড়ে দেখা যায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং ফিলিস্তিনের পতাকা বহন করছেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ফিলিস্তিনের চলমান সংকট ও মুসলিম উম্মাহর করণীয় নিয়ে বক্তব্য রাখেন। বক্তৃতায় অংশ নেন শিক্ষক হাবিবুল্লাহ তানভির, মেরিন ইঞ্জিনিয়ার শিহাব খান এবং সমাজকর্মী মোহাম্মদ মিনহাজুল হক মিনহাজ।
বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি জানান, “আমরা সাধারণ মুসলিম হিসেবে আমাদের ঈমানী দায়িত্ববোধ থেকেই এই মিছিলে অংশ নিয়েছি। নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”
উক্ত বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।