মো:মুন্না শেখ কচুয়া,বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রিপন শেখ(৩৫) নামে এক ব্যক্তি।
শুক্রবার(৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে অভিযুক্ত রিপন শেখ কে স্থানীয় মসনি বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায় গ্রেফতারকৃত রিপন শেখের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামে এবং তার পিতা মৃত আফজাল শেখ।
এই ঘটনার পূর্বেও অভিযুক্তর নামে এমন ঘটনা রয়েছে বলে এলাকাবাসী জানায় ।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান শিশুটি সন্ধ্যার সময় ভুট্টা ক্ষেতের পাশে তার বাবার জন্য অপেক্ষা করছিলেন এমন সময় রিপন শেখ শিশুটিকে ভুট্টা ক্ষেতের মধ্য মুখ চেপে ধরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে তখন এই শব্দ শিশু মুক্তা আক্তারের পিতা মহিদুল মল্লিক( ৩৫)শুনতে পেলে এগিয়ে যায়। তিনি ওই অবস্থায় দেখে অভিযুক্ত রিপন শেখ কে ধরার চেষ্টা করে কিন্তু পালিয়ে রিপন শেখ তার শ্বশুরবাড়ি আশ্রয় নেয়।
পরবর্তীতে এলাকাবাসী খবর পেয়ে তাকে আটকে রাখে ও কচুয়া থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্ত রিপনকে গ্রেফতার করে এবং মুক্তা আক্তারের পিতা ও মাতা কচুয়া থানায় এসে রিপন শেখের নামে মামলা দায়ের করে
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply