মোঃ আজিম হোসেন মোড়েলগঞ্জ প্রতিনিধি:
তরুণ প্রজন্মের প্রতিনিধি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি শুক্রবার (২৫ এপ্রিল২০২৫) এক সাক্ষাৎকারে বলেন, দেশপ্রেম মানবজীবনের একটি শ্রেষ্ঠ গুন। প্রতিটি মানুষের অন্তরে জেগে উঠুক দেশপ্রেম। দেশের প্রতি ভালোবাসা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। জন্মভূমির স্বার্থে সর্ব ত্যাগের সাধনাই দেশপ্রেম। যে মানুষের মধ্যে দেশপ্রেম নেই, সে মানুষ হলেও কিন্তু প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ তো সেই যার স্বদেশের প্রতি ভালোবাসা, আবেগ ও অনুভূতি রয়েছে। সর্বদাই দেশের কল্যাণে ভূমিকা রাখার চিন্তা চেতনা রয়েছে। সাবেক এ ছাত্রনেতা আরো বলেন, মা যেমন প্রত্যেক সন্তানের কাছে প্রিয় ঠিক তেমনি জনগণ বা মানুষের কাছে তার জন্মভূমি অধিক প্রিয় হওয়া উচিত। দেশপ্রেমিক হবে দেশের জন্য গৌরব ও নমুনার প্রতীক। দেশপ্রেম ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের সাফল্য ও উন্নয়নের চাকা সচল থাকতে পারে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য কিছু না কিছু অবদান রাখা প্রতিটি নাগরিকের একান্ত দায়িত্ব ও কর্তব্য।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply