সাদী মোঃ হিমেলঃ
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, পিরোজপুর জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর জেলা সভাপতি রেজাউল করিম মিটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিটন খান। এ সময় পিরোজপুর জেলা ও পৌর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় টুর্নামেন্টটি কীভাবে সুন্দর ও সফলভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন টুর্নামেন্টটি শুরু হবে ২ মে ২০২৫ থেকে। এতে অংশগ্রহণ করবে পিরোজপুর জেলার সাতটি উপজেলার সাতটি দল এবং পিরোজপুর পৌরসভার একটি দল, মোট আটটি দল।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই টুর্নামেন্ট জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াবে।