পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মীরা একত্রিত হয়ে স্বেচ্ছাচারিতা, দুর্নীতির, অসৎ আচারণ ও কর্ম পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এই মানববন্ধনের আয়োজকরা দাবি করছেন, কর্মকর্তার কর্মকান্ডে নৈতিকতা ও সততার অভাব দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়,আজ দুপুর ১:৩০ এ শুরু হওয়া মানববন্ধন চলা কালে তিনি ব্যানার ছিনিয়ে নেন এবং মানববন্ধনে বাধার সৃষ্টি করেন। তা ছাড়াও তিনি সে সময়ে উপস্থিত সাংবাদিকদের সাথে বাজে আচরণ করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে স্বাস্থ্য সহকারী শামসুন্নাহার চিনুক বলেন, ” আমাদের ইউপিএসও দূর্নীতি পরায়ন, খিটখিটে মেজাজ,অসৎ ব্যবহারসহ সাধারণ ও গুরুত্বপূর্ণ কাজে ইচ্ছাকৃত বিলম্ব করেন। অফিসের স্টাফদের সাথে বিভিন্ন বিষয়ে খারাপ ব্যবহার করে।”
তিনি আরও বলেন,” তিনি বিভিন্ন সময়ে পারিবারিক প্রভাব দেখানোর চেষ্টা করে এবং অফিসের স্টাফদের তার পারিবারিক কাজে ব্যবহার করেন।”
স্বাস্থ্য সহকারী জাহিদুল ইসলাম বলেন,” আমরা সরকারি কর্মচারী, নারী ও শিশুদের বিভিন্ন সেবামূলক কাজ আমাদের উপর ন্যাস্ত তিনি আমাদের উপর তার ইচ্ছে মতো ব্যবহার ও কাজের ভার প্রদান করে। তাছাড়া তিনি আমাদের সরকারি চাকুরীর নীতিমালায় প্রাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন। আমরা আমাদের আত্মীয় স্বজন মারা গেলেও ছুটি পাই না। ”
কেসিয়ার সাইফুল ইসলাম বলেন,” আমি এই অফিসের কেশিয়ারের দায়িত্ব পালন করছি। তিনি আমার সাথে ভিন্ন ভাবে বাজে আচরণ করেন। আমরা এখান থেকে একটা লোন নিতে পারি কিন্তু তিনি তাতে হস্তক্ষেপ করে লোন নিতে ইচ্ছাকৃত বিলম্ব করান। আমাদের বিনা কারনে অফিসে নিয়ে এসে বসিয়ে রাখেন।”
স্বাস্থ্য সহকারী মো. আল আমিন বলেন, “ইউপিএসও মানুষিক সমস্যায় ভুগছেন, তিনি এর আগেও শরণখোলা উপজেলা থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে এখানে এসেছে। তার সবচেয়ে বড় অস্ত্র, কিছু হলেই কান্না করে দেওয়া এবং কান্না করে অপরাধ লুকানোর চেষ্টা করেন।”
এবিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদা ইয়াসমিন এই প্রতিবেদককে কে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি অস্বীকার করছি, যদি তারা এমন কোন অভিযোগ করে তবে যথাযথ প্রমান নিয়ে কথা বলতে হবে।”
সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান এই প্রতিবেদককে কে বলেন,”আমি দুই পক্ষের কথাই সুনেছি, আমি আমার উর্ধ্বতন কর্তিপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্তা গ্রহণ করবো।”
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply