পিরোজপুর সংবাদদাতাঃ
গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য এবং বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের পরিচালনায় দিনব্যাপী শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
প্রধান অতিথি হিসেবে অধ্যাপক আব্দুল জব্বার “উপজেলা সংগঠন মজবুতি করনে রুকনের ভূমিকা” শীর্ষক বক্তব্য উপস্থাপনকালে সংগঠন পরিচালনায় এবং সংগঠন মজবুতিকরণ এর ক্ষেত্রে করে রুকনদের দায়িত্ব কর্তব্য ভূমিকার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন, রুকনরাই সংগঠনের মূল জনশক্তি। তাদের চেষ্টা-প্রচেষ্টা ভূমিকার কারণেই সংগঠন মজবুতী অর্জন করে, সম্প্রসারিত হয়। পক্ষান্তরে রুকনদের দায়িত্বের গাফিলতির ফলেই সংগঠন দুর্বল ও সম্প্রসারণে স্থবিরতা দৃষ্টিগোচর হয়। তিনি বলেন, রুকনরা না দৌড়ে যদি হাঁটেন, তাহলে কর্মীরা এসে রুকনদের গায়ে ধাক্কা খায়। ফলে তারা এগিয়ে যেতে পারে না আটকে যায়। সুতরাং রোকনদেরকে হতে হবে গতিশীল।
সকাল ৯ টায় জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী শিক্ষা শিবিরের শুরু হয়। অতঃপর কুরআন থেকে দাস পেশ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল জেলা সেক্রেটারি ডঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ভিডিও সংস্কৃতি সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন জুয়েল প্রমুখ। বিকেল পাঁচটায় ইহতেসাব (অনুষ্ঠান সম্পর্কে গঠনমূলক সমালোচনা) পর্বের মাধ্যমে শিক্ষা শিবির শেষ হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply