পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য দিয়ে একটি মানববন্ধন আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বিকেলে পিরোজপুর জেলা স্কাউট ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ বি এম ফখরুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত সময়ে চারবার সুনামের সঙ্গে এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার প্রচেষ্টায় বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। অথচ একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ২২ মে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বহিরাগতদের মাধ্যমে একটি মানববন্ধন করে যা সরাসরি আমার ও কমিটির মানহানি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে আঘাত হানে।
তিনি আরও দাবি করেন, যারা আগের আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছে, তারাই বর্তমানে পদে আসতে না পেরে বিরূপ অপপ্রচার চালাচ্ছে। মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা, এমদাদ হাওলাদার, জিয়াউল হক মাঝী, আমিনুল হক মিয়া প্রমুখ এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে ফখরুজ্জামান বলেন, মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা একজন রাজনৈতিক বিতর্কিত ব্যক্তি এবং বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি। অন্যদিকে এমদাদ হাওলাদারকে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি আজীবনের জন্য বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই কুচক্রী মহল একাধিকবার বিদ্যালয়ের শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান দলিল ও অর্থ আত্মসাৎ করেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং: ৭১/২৫ সিআর) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।