সাদী মোঃ হিমেল
পিরোজপুরের সাধারণ শিক্ষার্থীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ, মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তারা পুরাতন বাস স্ট্যান্ড ও টাউন ক্লাব এলাকায় পাইকারি দরে সবজি বিক্রি করে ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি দিতে সচেষ্ট হয়েছেন।
শুক্রবার, ২২ই নভেম্বর সকালে শিক্ষার্থীদের এই বাজার পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান এবং ভোক্তা অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। তারা ছাত্রদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এটা অব্যাহত রাখার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, সবজির দাম বর্তমানে অনেক বেশি এবং ছাত্রদের এই উদ্যোগ ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে সাহায্য করবে।
ক্রেতারাও এই বিনা লাভের বাজারে ভিড় করেছেন এবং কম দামে সবজি কিনতে পেরে খুশি হয়েছেন।
এই উদ্যোগ শুধুমাত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা সমাধানে নয়, বরং সমাজসেবার এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছে। পিরোজপুরের এই শিক্ষার্থীরা তাদের সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply