শাহরিয়ার মোস্তফা কিঞ্জল :
পিরোজপুরে টিউশন ওয়ান্টার ইন পিরোজপুর (TWP) গ্রুপের আয়োজিত টিউশন ক্যাম্পেইন রবিবার ২৪ নভেম্বর পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলার সর্বস্তরের টিউটরদের নিয়ে গঠিত এই গ্রুপটি শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নয়নে কাজ করে চলেছে।
TWP গ্রুপটি পিরোজপুর জেলাসহ এর আশপাশের এলাকা থেকে আসা অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। তারা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের টিউশন দিয়ে আসছে। এছাড়াও, রক্তদান ক্যাম্পের আয়োজন, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য প্রদানের মতো সামাজিক কাজেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে TWP গ্রুপ শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের এই উদ্যোগ পিরোজপুরের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply