আরিফুল ইসলাম, পিরোজপুর:-
পিরোজপুর সদরের ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মাসুম বিল্লাহ। অনন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন শেখ এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক তার বক্তৃতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। শিক্ষার্থীদের তিনি জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশ গঠনে নিজেদেরকে প্রস্তুত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান শিক্ষক তার বক্তব্য সমাপ্ত করেন। অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মামুন হোসাইন বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও দেশের অগ্রগতির জন্য দোয়া করেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply