মোঃ মাসুদুর রহমান-(পিরোজপুর)
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম এর পিরোজপুরে আগমন উপলক্ষে পিরোজপুর জেলার সকল ফাজিল ও কামিল মাদ্রাসার আয়োজনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩০ নভেম্বর (রোজ শনিবার) পিরোজপুর সদরস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ইন্দুরকানী টগড়া দারুল ইসলামী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডা. আব্দুল্লাহিল মাহমুদ এর সভাপতিত্বে সম্বর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভি.সি
প্রফেসর ডঃ আবু জাফর খান , আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ প্রমুখ।
পিরোজপুর ফাজিল মাদ্রাসার পিরোজপুর আরবি প্রভাষক মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পিরোজপুর জেলার সকল মাদ্রাসা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গৃহীত পদক্ষেপ এবং উপস্থাপনা তুলে ধরেন।
বিগত দীর্ঘদিন ধরে বিদ্যমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে বক্তারা গুরুত্বারোপ করেন।
বিশেষ করে মহিলা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট ইসলামিক নীতিমালার আলোকে নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য গৃত পদক্ষেপের বিভিন্ন সুপারিশ পেশ করা হয়। পিরোজপুর জেলার অন্তর্গত সকল ফাজিল ও কাবিল মাদ্রাসার পক্ষ থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম ,প্রো ভিসি ড. আবু জাফর খানসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন এবং সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভায় পিরোজপুর জেলার অন্তর্গত সকল ফাজিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দ, শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন স্তরের শিক্ষক এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply