মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর :-
পিরোজপুর পৌরসভা থেকে গত ২১-১১-২০২৪ তারিখ রাতে চুরি যাওয়া ১টি মোটরসাইকেল উদ্ধার সহ ৪ আসামিকে, পিরোজপুর জেলাপুলিশ কর্মকর্তাগণের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।
অদ্য (বুধবার) ৪ নভেম্বর ২০২৪ তারিখ উদ্ধারকৃত মোটরসাইকেল মালিকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে, পিরোজপুরের পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ আবু নাসের এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন ও অফিসার ইন চার্জ মোঃ আবদুস সোবহান এর নেতৃত্বে,এসআই রমিজ জাহান জুম্মা সহ পিরোজপুরের নেছারাবাদ থানার,বলদিয়া ইউনিয়নের বিন্না এলাকা থেকে চোরাই যাওয়া (Discover 125) মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং মোটরসাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন,সুমন রায় বাপ্পী(৩৮)পিতা-মৃত কৃষ্ণ রায়,থানা-নাজিপুর।
মুন্না মুন্সি(২৪)পিতা-সাহেব মুন্সি,থানা-অভয়নগর, যশোর। মেহেদি হাসান(৩৮) পিতা-ফারুক হোসেন,থানা- নাজিরপুর,পিরোজপুর।
কামরুল(২৪)পিতা-আমির হোসেন,থানা-নেছারাবাদ,পিরোজপুর। তারা সকলেই আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য।
গত ২১/১১/২৪ ইং রাত ১০ টার সময় পিরোজপুর পৌরসভাধীন জনৈক এম হাবিবুর রহমান,শহিদ বিধান সড়ক, মুসলিমপাড়া, কাজি মজিবর রহমান এর ভাড়া বাসা হইতে তার ব্যবহৃত কালো রংয়ের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। অতঃপর তিনি থানায় লিখত অভিযোগ দায়ের করলে মামলা রুজু করে তদন্ত চলাকালে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায়, চোরচক্রের ৪ জনকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরি স্বীকারোক্তি সহ তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে জানা যায়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন পিরোজপুর কে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জেলা পুলিশ সদস্যদের তৎপরতায় আটক ৪ আসামি সহ উক্ত চোরচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply