এম এ নকিব নাছরুল্লাহ, পিরোজপুর:-
পিরোজপুর জেলায় শতভাগ স্বচ্ছতায় বিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক সেপ্টেম্বর-২০২৪ কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়োগে, ঘুষ ও দুর্নীতি মুক্ত কনস্টেবল পদে চাকরি পেলেন ৩২ জন।
গতকাল (বুধবার)৪ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় পিরোজপুর জেলা পুলিশ সুপার,
খান মোহাম্মদ আবু নাসের ও সভাপতি ডিআরসি নিয়োগ বোর্ড সেপ্টেম্বর ২০২৪ পুলিশ কনস্টেবল এর ফলাফল প্রকাশ করা হয়। তন্মধ্যে ১জন মুক্তিযোদ্ধা সন্তান,৩জন নারী সদস্য সহ শতভাগ স্বচ্ছতা দুর্নীতি ও ঘুষ মুক্ত পরিবেশে পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়ে ৩২ জন পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণ হয়ে চাকুরী পেয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। অতঃপর উক্ত উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও মিষ্টি মুখ করান নিয়োগ কমিটির সদস্যবৃন্দ। বিশেষ করে ১২০ টাকায় চাকুরী পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় এবং খুশিতে ভেঙে পড়েন উত্তীর্ণ পরীক্ষার্থীবৃন্দ। সকলে জেলা পুলিশ সুপার সহ নিয়োগ কমিটির সদস্যবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,
নিয়োগ কমিটির অন্য সদস্যবৃন্দ মোঃ মাছুদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার,বরিশাল রেঞ্জ কার্যালয় এবং মোসাঃ শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী সার্কেল, বরিশাল। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন সহ প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক কর্মীরা।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply