মো: নুরুজ্জামান খোকন
পিরোজপুর জেলা নেছারাবাদ উপজেলায় অর্থ লেনদেনের প্রতারণার অভিযোগের ভিত্তিতে, পুলিশ সদস্য জাহিদ বকাউল (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)২০২৪ রাতে পিরোজপুর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নেছারাবাদ উপজেলার,জগন্নাথকাঠী বাজারের ব্যবসায়ী আনহা সুপারশপ বিকাশ ও ফ্লেক্সিলোড দোকানের স্বত্বাধিকারী মো: হুসাইন থানায় একটি লিখিত প্রতারণার অভিযোগ দায়ের করেন।
অভিযোগের লিখিত বিবরণে জানা যায়,উক্ত পুলিশ সদস্য মো: জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর, নেছারাবাদ ছারছীনা দরবার শরিফের মাহফিলে ডিউটি করার জন্য আসলে, অতঃপর জগন্নাথকাঠী বাজারে থাকা আনহা সুপারশপ বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো: হুসাইনের দোকান থেকে আলাদা ২টি বিকাশ নম্বরে সর্বমোট ২১,৮০০/ টাকা ক্যাশ ইন করে নেন। পরবর্তীতে দোকান মালিক বিকাশ লেনদেনের টাকা চাইলে তিনি বলেন, মাহফিলের ডিউটি শেষ করে টাকা দিব,টাকা পরিষোধ না করে চলে যেতে চাইলে বিষয়টি সন্দেহজনক হলে,দোকান মালিক মো: হুসাইন থানায় কর্তব্যরত অফিসারকে অবগত সহ লিখিত অভিযোগ করেন। পরবর্তিতে থানা পুলিশ তদন্তসাপেক্ষে অভিযুক্ত কনেষ্টবল জাহিদকে গ্রেফতার করে।
অভিযোগকারী মো:হুসাইন লিখিত অভিযোগ করেন যে, উক্ত পুলিশ সদস্য জাহিদ মাহফিল চলাকালিন সময় পোশাক পরে আমার দোকানে গিয়ে দুটি মোবাইল নম্বরে সর্বমোট ২১,৮০০/ টাকা ক্যাশ ইন করে গ্রহণ করেন। অতঃপর টাকা চাইলে তিনি তালবাহানা সহ মাহফিল ও ডিউটি শেষে দিবেন বলে ব্যক্ত করেন । পরবর্তীতে জানতে পারি,শুধু আমার নয় তিনি ইতিপূর্বে আরো ২টি বিকাশের দোকান হতে যথাক্রমে: স্বাধীন টেলিকম- ২০,০০০/ টাকা ও বাসস্ট্যান্ড এলাকার রিমন টেলিকম হতে ৩৪,০০০/টাকা তার নিজের ৩টি ভিন্ন ভিন্ন নম্বরে ক্যাশ ইন করে নেন। এভাবে বিকাশে টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নেছারাবাদ থানায় জানানো হলে, তার বিরুদ্ধে একটি লিখিত প্রতারণার অভিযোগ দেয়া হয়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো:বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন যে,আমরা লিখিত অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে,পরবর্তীতে উক্ত পুলিশ সদস্যকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply