মো: নুরুজ্জামান খোকন
পিরোজপুর জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় ও জেলা মহিলা সংস্থার আয়োজনে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ পালিত হয়।
অদ্য ১০ ডিসেম্বর-২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময়,পিরোজপুরে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪” উপলক্ষে মূল সড়কে একটি র্যালির আয়োজন করা হয়। অতঃপর র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর এর শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন,দীপঙ্কর দাস জেলা কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা পিরোজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। এছাড়াও জেলার বিভিন্ন কর্মকর্তা ও মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
সকলের বক্তব্যে- নারীর প্রতি বৈষম্যতা,নারীর সম অধিকার থেকে বঞ্চিত,ধর্ষণ,বাল্যবিবাহ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ সহ অপরাধীর প্রশাসনিক আইনগত ভূমিকা পালনে নারীর প্রতি নির্যাতন বন্ধ হবে বলে আশাবাদী।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply