মো: নুরুজ্জামান খোকন, পিরোজপুর:-
পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা রুপরেখা বাস্তবায়নে আলোচনা সভার আয়োজন করা হয়।
অদ্য (শুক্রবার)১৩ডিসেম্বর ২০২৪ তারিখ,বৈকাল ৪ঘটিকার সময়,পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়নের,ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে,ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ খান এর সভাপতিত্বে (উপজেলা বিএনপির একাংশ মাহমুদ হোসেন গ্রুপ) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা রুপরেখা বাস্তবায়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদ হোসেন,বিএনপি নেতা ও সাবেক ভিপি ভান্ডারিয়া সরকারি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলে,মোঃ আলমগীর হোসেন,যুগ্ম আহবায়ক,ভান্ডারিয়া উপজেলা বিএনপি। আঃ মান্নান হাওলাদার, আহবায়ক,ভান্ডারিয়া পৌর বিএনপি। মোঃদেলোয়ার হোসেন বিপ্লব,যুগ্ম আহবায়ক,ভান্ডারিয়া উপজেলা বিএনপি। মোঃ রহমান মল্লিক,সভাপতি,ভান্ডারিয়া উপজেলা কৃষকদল। মোঃ মিজানুর রহমান মিলন আহবায়ক, ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ মাহফুজুল ইসলাম উজ্জ্বল, আহবায়ক,ভান্ডারিয়া উপজেলা ছাত্রদল সহ অত্র এলাকার বিএনপির ২হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্যে বলেন,রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ সহ ধাওয়া বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় অফিস উদ্বোধন শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply