মো:মুন্না শেখ কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের শাখারী কাঠিতে ব্রিজ নির্মানকে কেন্দ্র করে রাসেল শেখ (২৭) পিতাঃ মৃতঃ মোতালেব এর নামে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে।
শুক্রবার (১৭ই) জানুয়ারি সকালে বাঁধাল ইউনিয়নের শাখারী কাঠিতে সাধারণ জনতাকে সাথে নিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গরা (শাখারীকাঠি-মসনি) সড়কে মানববন্ধন করেছে। স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ করে বলেন গত ২ দিন ধরে রাসেল শেখ (২৭) ও তার সাথে থাকা ১০/১৫ জন ব্যাক্তি অঙ্গাত পরিচয়ে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে রাতে শ্রমিকদের হুমকি দেয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে সাব কন্টাকটার শেখ তাজ্জু কে মোবাইল করে কাজ বন্ধ করার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে তিনি স্থানীয় জনগণকে জানান।
এতে সাধারণ জনতার মাঝে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply