পিরোজপুর প্রতিনিধি :
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২৪-২৫ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প(১ম সংশোধিত)” এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ এর সঞ্চালনায় ও সহকারী কমিশনার(ভূমি)মোঃ আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ আব্দুস সালাম,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. রানা মিয়া,জেলা মৎস্য অফিসার সঞ্জীব সন্নামত,পিরোজপুর জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস,মৎস্য অধিদপ্তর,মৎস্য ভবন,রমনা,ঢাকা এর সহকারী পরিচালক মোস্তফা-আল-রাজীব,পিরোজপুর জেলা মৎসজিবীদলের সভাপতি মোঃ নজিবুল ইসলাম,জেলা যুবদল নেতা রিয়াজ শিকদার প্রমুখ।
এ সময় ৩২ জন মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply