পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ টি শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পিরোজপুর সার্কেট হাউজের অডিটরিয়ামে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পিরোজপুর জেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর জেলা নায়েবে আমির মোওলানা আব্দুর রব,আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাইদী,ভাইস চেয়ারম্যান, আল্লামা সাইদী ফাউন্ডেশন পিরোজপুর এর আলহাজ্ব মাসুদ সাঈদী,
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার ২জন শহীদ মো: মামুন খন্দকার, পিতা : মজিবুর রহমান, শহীদ বাদশা মিয়া পিতা: আবদুল মজিদ কালা মিয়া, পিরোজপুর ভান্ডারিয়া উপজেলা দুইজন মো: এমদাদুল হক পিতা: মোঃ সোবাহান হাওলাদার, মো: রফিকুল ইসলাম মিন্টু ৷পিতা:মোশাররফ হোসেন ফকির,এই ৪ টি শহীদপরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।এ-সময়প্র ধান অতিথি বলেন, ‘আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে। যে হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে মহান আল্লাহ তায়ালা সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়ে জামায়াত শিবিরকে এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছে। যারা শহীদ হয়েছে তারাতো চলে গেছে তাদের দেয়ার কিছু নেই। তাদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিতে এসেছি। তাদের পরিবার বিপদে আপদে পরলে পাশে গিয়ে দাঁড়াবো এবং জামায়াতের লোকজন সবসময় তাদের পাশে থাকবে। ইনশআল্লাহ।
তিনি আরো বলেন, ‘দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। কোন লীগই ষড়যন্ত্র করে এ দেশের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা তা জানো না।’
বক্তব্য শেষে তিনি শহীদ পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply