পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে (বুধবার) আশা শিক্ষা কর্মসূচির আওতায় তালুকদারহাট ব্রাঞ্চের উদ্যোগে কাউখালী উপজেলার জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পাঠদান কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুস্তম আলীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা পিরোজপুর জেলার ভান্ডারিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মহাসীন হোসেন, ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, আশা তালুকদারহাট ব্রাঞ্চের এবিএম দীনেশ বাকচী। সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন, খালেদা পারভীন, এস এম বশীরুল ইসলাম এবং শিক্ষা সুপারভাইজার মো. আলাউদ্দিন।
মতবিনিময় সভায় এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস জানান, আশা শিক্ষা কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ৬৪টি বিদ্যালয়ে ১৯২টি শিক্ষা কেন্দ্র রয়েছে। সংস্থাটির শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫ হাজার ৫৫৩ জনসহ সব মিলিয়ে প্রায় ৬ লাখ ১৮ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।
তাহারিন ফেরদৌস আরও জানান, আশা ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের সকল জেলায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ২০১১ সাল থেকে শিশু থেকে ২য় শ্রেণি, ২০২০ সাল থেকে ৩য় থেকে ৫ম শ্রেণি এবং ২০২৩ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply