প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
২৭মে মঙ্গলবার, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর জাতীয় পর্যায়ে (গান) শ্রেষ্ঠত্ব অর্জন করায়,আনুষ্ঠানিকভাবে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী দেবষ্মিতা সাহা মৌলি কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে, উক্ত শিক্ষার্থী দেবস্মিতা সাহা মৌলিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়, এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুয়ারা খানম,লিটন কৃষ্ণ কর সহ বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ। অতঃপর সংবর্ধনাকালে বিদ্যালয়ের পক্ষ থেকে মৌলির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। সম্মাননা ক্রেস্ট গ্রহণ কালে মৌলির পিতা ইন্দুরকানি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা উপস্থিত থেকে সন্তানের আনন্দমুখর পরিবেশ উপভোগ করেন।পরিশেষে বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান,মৌলির সাফল্যে আমরা আনন্দিত। এই আনন্দ সকলে ভাগ করে নিতে এবং অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে বিদ্যালয়ের অভ্যন্তরে এ ক্ষুদ্র আয়োজন করা হয়েছে ।
উল্লেখ্য,গত ১০মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে মৌলির হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডঃ চৌধুরী রফিকুল আবরার ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আরো বলেন আমরা মৌলীর উজ্জল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply