পিরোজপুর জেলা প্রতিনিধি:-
গতকাল ২৭ মে বাংলাদেশ জামাতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজাহরুল ইসলামের বেকসুর খালাস উপলক্ষে শুকুরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সদর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর আমীর ইসাহাক আলী, পৌর সেক্রেটারি আল আমিন শেখ।
উক্ত শুকরানা সমাবেশ শহীদ আল মুকাদ্দাস এর পিতা মুফতি মাওলানা আব্দুল হালিমের দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply