সাদী মোঃ হিমেল
পিরোজপুর সদর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মনিটরিং এর জন্য সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ বিভিন্ন সংস্থার একটি যৌথ দল বাজার মনিটরিং অভিযান চালায়। এসময় ডিম, সবজি, মুরগি কাঁচামালের দোকানগুলো অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, কিছু দোকানি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে এবং কেনা বিক্রয়ের বিলও দেখাতে পারছে না। এ অবস্থায় কয়েকজন দোকানিকে সতর্কতামূলক জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে আলোচনা করে পণ্যের দাম সহনশীল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন:পিরোজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়, ছাত্র প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, টাউন ক্লাবের সভাপতি জিয়াউল আহসান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা প্রমুখ
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply