এম এ নকিব নাছরুল্লাহ, পিরোজপুর:-
১১ নভেম্বর ২০২৪ রবিবার পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আনন্দমেলা উপলক্ষে পূজা স্থান পরিদর্শন করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ,এ সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা আহবায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি, যুগ্ম আহবায়ক সহাদেব চন্দ্র পাল,
জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালমান জাকির,জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ, বিএনপি নেতা সাবেক মেম্বার হারুন অর রশিদ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমি মুসলমান আমার ধর্মে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন করব।শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন হতে পারে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা করতে না পারে এর জন্য সব সময় আমি এবং আমার দলের নেতাকর্মীরা সোচ্চার থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন,
বরিশালে খ্রিস্টীয় অষ্টম শতকে নির্মিত জগদ্ধাত্রীর একটি প্রস্তরমূর্তি পাওয়া যায়। তাছাড়া এই পূজার ঐতিহ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উক্ত পূজা উপলক্ষে আয়োজিত মেলায় চলছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা,কীর্তন,সামাজিক যাত্রাপালা সহ তাদের ধর্মীয় নানা আয়োজন।
এ সময় পূজা মন্ডপ সহ উক্ত মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply