পিরোজপুর প্রতিনিধি:
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় পিরোজপুরে অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশা শিক্ষা কর্মসূচির আওতায় চলিশা ব্রাঞ্চের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয় পাঠদান কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন সভাপতিত্ব করেন। সভার সঞ্চালকের ভূমিকায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমথ রঞ্জন মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা পিরোজপুর জেলার এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস। তিনি আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে সার্বিক ধারণা দিয়ে আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এসব লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে তিনি অভিভাবক ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আশা চলিশা ব্রাঞ্চের ম্যানেজার সুজিৎ কুমার মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান বক্তব্য রাখেন। অভিভাবকদের মধ্যে মোঃ কাওসার মৃধা আশা শিক্ষা কর্মসূচি নিয়ে তাঁর মূল্যবান মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আশা’র কর্মকর্তারা জানান, আশা শিক্ষা কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ৬৪টি বিদ্যালয়ে ১৯২টি শিক্ষা কেন্দ্র রয়েছে। সংস্থাটির শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫ হাজার ৫৫৩ জনসহ সব মিলিয়ে ৪ লাখ ৮৫ হাজার ৪২৬ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।
বক্তারা আরও জানান, আশা ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের সকল জেলায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ২০১১ সাল থেকে শিশু থেকে ২য় শ্রেণি, ২০২০ সাল থেকে ৩য় থেকে ৫ম শ্রেণি এবং ২০২৩ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply