1. admin@weeklypirojpurmuktbarta.com : weeklyadmin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কচুয়ায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা পিরোজপুরে অভিভাবকদের নিয়ে আশা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে স্নাতক সমমান স্বীকৃতির দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।  পিরোজপুরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ঘনিষ্ঠ যুবলীগ নেতা নাছির গ্রেফতার পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন জামায়াতে ইসলামীর বাছাই কৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত,  পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদন্ড

ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পিরোজপুর জেলা শাখার দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার শেয়ার হয়েছে

 

শাহিন ফকির পিরোজপুর।

সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ সম্পাদক আলমগীর হোসেন

 

গতকাল রবিবার ২৯ ডিসেম্বর পিরোজপুর উপজেলা পরিষদের “শহীদ ওমর ফারুক মিলনায়তনে” ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক অডিট বিভাগের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদেরকে স্বপ্ন দেখতে হবে। যারা স্বপ্ন দেখতে জানে না তারা বড় ব্যবসায়ী হতে পারে না। তিনি অনেক সামান্য ও সাধারণ মানুষ কিভাবে বড় বড় ব্যবসায়ী হয়েছেন তার উদাহরণ উল্লেখ করেন। তিনি ব্যবসায়ীদেরকে ব্যবসায় করার পাশাপাশি দান সদাকার হাতকে প্রসারিত করার ব্যাপারে তাকিদ করেন। তিনি বলেন, আমরা ব্যবসায় করব বড় ব্যবসায়ী হব এবং আমাদের হাতকে দানের জন্য প্রসারিত রাখবো। তিনি ব্যবসায়ীদের ব্যাপারে কোরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি উল্লেখ করেন।

সকাল এগারোটায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য পেশ করেন আইবিডব্লিউএফ এর পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা শাখার সভাপতি ডঃ আব্দুল্লাহ হীল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার। আইবিডব্লিউএফ এর আজীবন সদস্য আবুল কালাম আজাদ। এতে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে উপজেলার প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, আমাদের কাজ দুইটি ১. ব্যবসায়ীদেরকে ইনফরমেশন এবং টেকনোলজি সম্পর্কে তথ্য সাপ্লাই করা। ২. ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা। ব্যবসায়ীদেরকেও জানতে হবে। তিনি বলেন, “আল্লাহ বলেছেন পড়ো”। এই আয়াত আল্লাহ ব্যবসায়ীদেরকেও পড়তে বলেছেন। এখানে পড়া মানে হলো জানতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে। তিনি বলেন, কোরআন হাদীসের কোথাও কম উপার্জনের কথা পাবেন না। অর্থ উপার্জন করতে হবে এবং মানব কল্যাণে ব্যয় করতে হবে এটাই ইসলামের নির্দেশ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সকলকে আগামী দিনে যাতে সকলে ভালো ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন সেই আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন বলেন, ব্যবসা হল সুন্নাত। রাসূল সাঃ সহ সাহাবাগণ ব্যবসা করেছেন। আল্লাহ এবং রাসূলের নির্দেশমতো ব্যবসা করতে পারলে এটি দ্বারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধিত হয়। তিনি সকলকে হালাল-হারাম মেনে ব্যবসা করার জন্য আহ্বান জানান।

আইবিডব্লিউএফ এর স্লোগান হলো “টাকা মাত্র দশ হাজার’ ‘খুলবে ব্যবসার দ্বার”। তারা মানুষদেরকে স্বল্প পুঁজি নিয়ে মেধা আশ্রম এবং নতুন নতুন আইডিয়ার মাধ্যমে কিভাবে বড় ব্যবসায়ী হওয়া যায় সেই ব্যাপারে উৎসাহিত করেন।

প্রধান অতিথি ডঃ আব্দুল্লাহ হিল মাহমুদকে সভাপতি এবং আলমগীর হোসেনকে সম্পাদক করে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটি কমিটি ঘোষণা করেন।

অধ্যাপক সোহরাব হোসেন জুয়েল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করেন পিরোজপুর সংস্কৃতি কেন্দ্রের সুরের ছোঁয়া শিল্পীগোষ্ঠী শিল্পীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

One response to “ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পিরোজপুর জেলা শাখার দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত”

  1. Area 52? says:

    I’m not sure what Area 52 has to do with any of this?

Leave a Reply to Area 52? Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

 কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি